মস্কো, ১৩ জুনঃ ২১১টি দেশের ভোটাভুটিতে আট বছর পর ২০২৬ ফিফা ওয়ার্ল্ডকাপের আয়োজনের দায়িত্ব পেল উত্তর আমেরিকা। বুধবার মস্কোতে ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্ত হয়েছে।
ফিফা বিশ্বকাপ আয়োজন নিয়ে ছিল প্রচুর অভিযোগ। তাই স্বচ্ছ্বতা বিশেষ নজরে ছিল। বদল আনা হয়েছিল ভোটাভুটির নিয়মেও। ২১১টি দেশের মধ্যে ১০৪টি দেশের ভোট পেলেই জয়ী হবে দাবিদার। সেখানে ১৩৪টি দেশের ভোট পেয়েছে আমেরিকা-কানাডা ও মেক্সিকো। মরোক্কো পেয়েছে ৬৫টি ভোট।
- Advertisement -