Online Desk: শীঘ্রই কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শিশুদেরও দেওয়া হবে টিকা। ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য টিকায় অনুমোদন দিল আমেরিকা। শুক্রবার শিশুদের জন্য Pfizer Inc এবং BioNTech SE coronavirus vaccine-কে সুরক্ষিত বলে ছাড়পত্র দিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।
মার্কিন প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ মিলিয়ন শিশুকে এই টিকা দেওয়া হবে। তবে শিশুরা কিভাবে এই টিকা পাবে বা কি ডোজে দেওয়া হবে, সে বিষয়ে এখনও জানা যায়নি। মঙ্গলবার এই নিয়ে বৈঠকে বসবেন বিশেষজ্ঞ কমিটি। এরপরই সিদ্ধান্ত গৃহীত হবে।