ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) এই মুহূর্তে জার্মানিতে। তিনি জি-সেভেন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়েছেন। কার্যত এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি আমেরিকার(America) প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden), কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল অংশগ্রহণ করতে চলেছেন। কার্যত এই বৈঠকে অবশ্যম্ভাবী হিসেবে আলোচিত হবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। পাশাপাশি রাশিয়ার ওপর চাপানো একাধিক নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানিয়েছেন, একাধিক দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জলবায়ু, নিরাপত্তা, খাদ্য ও কৃষি, বাণিজ্য এবং বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা হবে। অন্যদিকে বৈঠকে যোগদান করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে উষ্ণ অভ্যর্থনা বিনিময় করতে দেখা গেল একে অপরকে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে দেখে নিজেই এগিয়ে আসেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং তারপর করমর্দন করেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার প্রেসিডেন্টের এই আচরণ ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ। আপাতত জি সেভেন বৈঠকের দিকে নজর থাকছে আন্তর্জাতিক মহলের।
রুপোলী পর্দায় আসছে মোদির দ্বিতীয় বায়োপিক
প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ শাহরুখ খানের 'পাঠান' নিয়ে যখন সারাদেশে বইছে বাঁধভাঙা উন্মাদনা ও উচ্ছ্বাসের ঢেউ, ঠিক তখনই নিঃশব্দে সিলভার স্ক্রিনে...
Read more