নিউইয়র্ক : করোনা আক্রান্তের সংখ্যায় চীন, ইতালি, স্পেনকে ছাপিয়ে গেল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর জেরে মাস্ক, টেস্ট কিটে টান পড়তে শুরু করেছে। ভেন্টিলেটরের চাহিদাও আকাশচুম্বী। তবে স্বস্তির খবর হল, চীন, ইতালি বা স্পেনের তুলনায় মার্কিন মুলুকে মৃত্যুর হার বেশ কম। করোনায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১৩০০ জনের। আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫৯৪। সুস্থ হয়ে উঠেছেন ১৮৬৮ জন।
বর্তমানে আমেরিকার ৪০ শতাংশ জনগণ লকডাউনের আওতায় আছেন। তা সত্ত্বেও আটকানো যাচ্ছে না সংক্রমণ। নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে নিউ অরলিন্সেও আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। বৃহস্পতিবার আমেরিকায় ১২৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নিউইয়র্কেই ১০০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশ ষাটোর্দ্ধ হলেও তরুণদের মধ্যেও সংক্রমণ ছড়াচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই বলেছে, মহামারীর নতুন কেন্দ্রস্থল হতে পারে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন, এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে। পরিস্থিতি সামলাতে বিপুল আর্থিক প্যাকেজও ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, জি২০ নেতারা নিজেদের মধ্যে আলোচনায় একমত হয়েছেন যে করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে তথ্য আদানপ্রদান অত্যন্ত জরুরি।