ডিজিটাল ডেস্ক : পরিবেশবিদরা বারবার সাবধান করা সত্ত্বেও প্লাস্টিক ব্যবহার ক্রমশ বেড়েই চলছিল। যার ফলে পরিবেশ দূষণও লাগামছাড়া হারে বেড়ে চলছিল। এই অবস্থাকে নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সরকার আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই থেকে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ সিঙ্গল ইউজড প্লাস্টিক ব্যবহার চিরতরে বন্ধ হতে চলেছে। নিষেধাজ্ঞা সত্বেও যদি কেউ ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করে, তাহলে অবশ্যই জরিমানা দায়ের করা হবে। এই একই নির্দেশ রাজ্যের ওপরেও বর্তায়। তবে এই রাজ্যে ব্যবসায়ীদের একাংশের দাবি, বাধ্য হয়েই তাঁদেরকে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করতে হয়। এর আগেও বেশ কয়েকবার প্লাস্টিক বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর আবার চালু হয়ে গিয়েছে প্লাস্টিক ব্যবহার। কিন্তু কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১ লা জুলাই থেকে নতুন নিয়ম চালু হবে। রাজ্যের মোট ১০২৬ টি প্লাস্টিক উৎপাদনকারী সংস্থা রয়েছে, তাঁদেরকেও নতুন নির্দেশ দেওয়া হয়েছে। নতুন প্লাস্টিকের প্যাকেটগুলি কত মাইক্রন পুরু হবে এবং তার মাপ কত হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে। তবে সাধারণ মানুষের কথায় পরিবেশকে সুস্থ রাখার জন্য যাবতীয় নির্দেশ পালন করাই যায়। আপাতত এই নির্দেশ পরিবেশ রক্ষার তাগিদে যে অত্যন্ত উল্লেখযোগ্য, তা বলাইবাহুল্য।
চলতি অর্থবর্ষে ১০০ দিনের প্রকল্পের টাকা পায়নি রাজ্য, মানল কেন্দ্র
ডিজিটাল ডেস্ক : দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অভিযোগ জানিয়ে আসছিলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১০০ দিনের...
Read more