উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিম রান্নার পর আমরা খোসা ফেলে দিই ডাস্টবিনে। কিন্তু এই খোসা ঘরের বিভিন্ন কাজ থেকে শুরু করে রূপচর্চায় ব্যবহার করা যায়।
১. রান্না করতে গিয়ে কড়াই পুড়ে গিয়েছে? ব্যবহার করুন ডিমের খোসা। ডিমের খোসাগুলি গুঁড়ো করে পোড়া কড়াইয়ের মধ্যে খোসার গুঁড়ো, নুন এবং জল দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে সেটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সহজেই উঠে যাবে পোড়া দাগ।
২. ডিমের খোসা ঘরের এক কোণে রেখে দিলে টিকটিকির উপদ্রব কমবে।
৩. বাগানের চারপাশে, গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। এটি গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে।
৪. ডিমের খোসা গুঁড়ো করে তাতে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন এবং মুখে লাগান। শুকিয়ে গেলে উষ্ণ জল দিয়ে হালকা হাতে ঘষে তুলে নিন। এতে ত্বক নরম হবে।
৫. বাতের ব্যথায় অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে ওই মিশ্রণ ব্যথার জায়গায় লাগিয়ে দিন। কয়েক দিন নিয়মিত করলে ব্যথা গায়েব হয়ে যাবে।
৬. ডিমের খোসা গুঁড়ো করে পাখিদের খাবার হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
৭. কফির তেতো স্বাদ কমাতে কফির সঙ্গে ডিমের খোসার গুঁড়ো এক চিমটে মিশিয়ে নিন। তেতোভাব কেটে যাবে।
আরও পড়ুন : ক্যানসার নিরাময়ে উত্তরের মোশারফের আবিষ্কারে পেটেন্ট