ডিজিটাল ডেস্ক : দিন দিন মাত্রাছাড়া হারে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এই অবস্থায় বেসরকারি বাস-মিনিবাসের খরচ বাঁচানোর জন্য ডিজেল ব্যবহার না করে বিকল্প পথে কেরোসিন ব্যবহার করা হছে। আর তাতেই পরিবেশ দূষণ বেলাগাম হারে বেড়ে যাবার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা । পাশাপাশি ডিজেলের বদলে কেরোসিন ব্যবহার করলে হয়তো খরচ কমবে, কিন্তু মারাত্মক ক্ষতি হবে ফুয়েল পাম্পের। অটোমোবাইল বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কেরোসিনে গাড়ি চললে ইঞ্জিনের শুষ্ক দহনের আশঙ্কা যেমন বাড়ে, তেমনি ইঞ্জিনে আগুন ধরে যাওয়ারও আশঙ্কা থাকে। অন্যদিকে বাস মালিকদের ৩০০০০ টাকা খরচ করে যদি ফুয়েল পাম্প বদলাতেও হয়, তাতেও প্রায় 3 লাখ টাকা সাশ্রয় হবে কেরোসিন ব্যবহার করলে। সব মিলিয়ে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার পরোক্ষভাবে তাঁর প্রভাব পরিবেশের ওপরেও পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : মগরাহাটে গোরু কেনাবেচা নিয়ে অশান্তি, ২ সিভিক ভলান্টিয়ারকে খুনের অভিযোগ