বর্ধমান, ১৯ মার্চঃ করোনা ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্য সরকার ১৬ মার্চ থেকে ১৫ এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশে দিয়েছে। এরইমধ্যে ‘উৎকর্ষ বাংলা’ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলি ১৮ মার্চ পর্যন্ত খোলা থাকায়, নানা মহলে বিতর্ক শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রচুর ছাত্র-ছাত্রীদের নিয়ে অবাধে ক্লাস চলেছিল বলে অভিযোগ। যদিও, শেষ পর্যন্ত প্রশাসনিক নির্দেশে ১৯ মার্চ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সমস্ত প্রকারের ক্লাস বন্ধ করা হয়েছে। তবে, কেন এত দেরীতে এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন থেকেই গিয়েছে। এদিনও নির্দিষ্ট সময়ে জামালপুরের ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাজির হন। নোটিশ বোর্ডে নজর পড়তেই, শিক্ষার্থীরা জানতে পারেন, করোনা সতর্কতায় ১৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সেন্টার ছুটি ঘোষণা করা হয়েছে। সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার রাতে সরকারী নির্দেশপত্র পাওয়ার পরই, ছুটি ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, জেলার সর্বত্রই ‘উৎকর্ষ বাংলা’ প্রতিষ্ঠান ১৬ মার্চ থেকে চালুই ছিল। এবিষয়ে জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার জানিয়েছেন, ওই শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিংবা বন্ধ রাখার বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশিক না পাওয়ার কারণে, কোনো পদক্ষেপ গ্রহণ করা যায়নি।
গলার নলি কেটে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
ছুরি দিয়ে গলার নলি কেটে বাবাকে খুন করলো ছেলে। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মানখাঁ...
Read more