লখনউ: করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। টুইট করে একথা জানিয়েছেন তিনি।
कोरोना संक्रमण के प्रारंभिक लक्षण आने के बाद मैंने #कोविड19 टेस्ट करवाया जिसमें आज मेरी रिपोर्ट पॉजिटिव आई है।
आप सभी से मेरा निवेदन है कि पिछले कुछ दिनों में जो भी मेरे सम्पर्क में आएं हैं, वो सभी निकटतम स्वास्थ्य केंद्र पर जाकर अपनी जाँच करवायें एवं कोविड नियमों का पालन करें।— Keshav Prasad Maurya (@kpmaurya1) October 2, 2020
করোনা পজিটিভ ধরা পড়ার পর শুক্রবার মন্ত্রী বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে কোভিড টেস্টের জন্য এবং নিজেদের কোয়ারান্টিনে রাখার আবেদন জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘করোনার কিছু লক্ষণ ধরা পড়ার পর আমি কোভিড টেস্ট করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে আসা সকলকে কোভিড টেস্টের জন্য এবং নিজেদের কোয়ারান্টিনে রাখার আবেদন জানাচ্ছি।’
উত্তরপ্রদেশে বিগত কিছু সময়ে বেশকিছু মন্ত্রীদের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। করোনায় মৃত্যু হয় সে রাজ্যের দুই মন্ত্রী কমলরানি বরুণ এবং চেতন চৌহানের।