শিলিগুড়ি: বকেয়া ডিএ মামলায় রাজ্যের সরকারি কর্মচারিদের তালিকা থেকে বাদ শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তারই প্রতিবাদে সোমবার উত্তরকন্যা অভিযানের (Uttarkanya Abhiyan) ডাক দেয় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি শিলিগুড়িতে অভিযানের ডাক দেয় শিক্ষক সমিতি। উত্তরবঙ্গের ৭টি জেলা থেকে শিক্ষক শিক্ষিকারা অভিযানে পা মেলান।
নিখিল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা বলেন, ‘ডিএ মামলায় আমরা বহুবার প্রতিবাদ সভা করেছি, কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। তাই এবার বকেয়া সহ ৩৫ শতাংশ ডিএ দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছি। গত ২৩ তারিখ কলকাতায়, আমরা বিধানসভা অভিযান করেছিলাম। আগামীতে প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলায় এরকম প্রতিবাদ মিছিল চলবে।‘
আরও পড়ুন: Siliguri | মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্রে ঝুঁকির যাত্রা নিগমের বাসে