বৈষ্ণবনগর: গঙ্গার জল বাড়তে শুরু করেছে। বন্যা(flood) ও ভাঙনে প্রায়ই বিপর্যস্ত হয়ে পড়ে বৈষ্ণবনগর(vaishnavanagar)। তাই বৈষ্ণবনগরে বন্যা মোকাবিলা করার জন্য আগাম প্রস্তুতি শুরু করল ব্লক প্রশাসন। শনিবার বৈষ্ণবনগর এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান, ভিলেজ পুলিশ সহ এলাকার সচেতন মানুষদের নিয়ে কালিয়াচক ৩ নম্বর ব্লকের কমিউনিটি হলে একটি সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়।
বন্যার সময় বিপর্যস্ত মানুষকে কীভাবে বাঁচাতে হবে। এবং বন্যা পরবর্তীতে অসুখের হাত থেকে বাঁচতে গেলে কী করনীয় সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায়। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা টিমের তরফে ঘরোয়া উপায় কীভাবে প্লাস্টিকের খালি বোতল দিয়ে লাইফ জ্যাকেট তৈরি করা যায় ও কোনও অসুস্থ ব্যক্তিকে তৎক্ষণাৎ স্ট্রেচার তৈরি করে সুষ্ঠভাবে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া যায় সে সমস্ত বিষয় দেখিয়ে দেওয়া হয়।
কালিয়াচক ৩ নম্বরের বিডিও মামুন আখতার বলেন, ‘বৈষ্ণবনগর এলাকাটি মূলত ভাঙন ও বন্যা প্রবণ এলাকা। প্রতি বছরই এই এলাকা বন্যার জলে ডুবে যায়। যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই বন্যা মোকাবিলা করার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি স্পিড বোর্ড এরই মধ্যে পাঠানো হয়েছে।‘ বৈষ্ণবনগর থানার আইসি নিম শেরিং ভুটিয়া বলেন, ‘বন্যাতে কারও যেন ডুবে মৃত্যু না হয়। সেই বিষয়টি মাথায় রেখে আগাম প্রস্তুতি শুরু করা হয়েছে। তার জন্য মেডিকেল টিম, বিদ্যুৎ দপ্তর, বিপর্যয় মোকাবিলা টিম সকলেই তৎপর থাকবেন।‘
আরও পড়ুনঃ প্রবল বর্ষণে ক্রমশ ধসে যাচ্ছে লালপুল ডাইভারশন, আশঙ্কায় এলাকাবাসী