বৈষ্ণবনগর ও কালিয়াচক: লকডাউনকে উপেক্ষা করে দোকানপাট খুলে রাখার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। সেইসঙ্গে বিনা কারণে মোটর বাইক নিয়ে জাতীয় সড়কে ঘোরাঘুরি করার অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। অপরদিকে লকডাউনকে উপেক্ষা করায় কালিয়াচকের আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউনের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে লকডাউন পুরোপুরি মানাতে এবার মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। তবে প্রশাসন যতই তৎপরতা দেখাক না কেন জনসাধারণের মধ্যে কিন্তু লকডাউনকে উপেক্ষা করার প্রবণতা বেড়েই চলেছে। কালিয়াচক ও বৈষ্ণবনগনের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সামনে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। প্রধানমন্ত্রীর দেওয়া টাকা তুলতে ও বই আপডেট করতে মানুষ ভিড় জমাচ্ছে ব্যাংকের সামনে। করোনা বিধি উপেক্ষা করেই গা ঘেষাঘেষি করে দাঁড়িয়ে থাকছেন গ্রাহকরা।
অপরদিকে বাজারগুলিতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা কেনাকাটা করতে সকাল থেকেই নেমে পড়ছেন বাজারে। সামাজিক দূরত্বের বালাই নেই। সুজাপুর বাজার থেকে শুরু করে কালিয়াচকের বিভিন্ন বাজারে একই চিত্র দেখা গেছে। সুজাপুর বাজারে সকাল থেকেই ব্যাপক ভিড়ের মধ্যেই মানুষ কেনাকাটা করছেন বেশ কয়েকদিন থেকেই। যদিও সুজাপুর অঞ্চল প্রধান আরিফ আলী জানান, বাজারগুলোতে গিয়ে আমরা ক্রেতাদের বলেছি যে তারা যেন গা ঘেষাঘেষি করে দাঁড়ায়। কিন্তু ক্রেতারা তাদের কথা উপেক্ষা করেই কেনাকাটা করছে বলে অভিযোগ। তবে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু সকাল ৬টা থেকে ১০টার মধ্যেই বাজার শেষ হয়ে যাচ্ছে তাই ক্রেতারা বিভিন্ন জিনিস কেনাকাটা করতে বাজারে ভিড় জমাচ্ছেন। অপরদিকে বৈষ্ণবনগর বাজার এলাকায় প্রতিদিন ব্যাপক মানুষের ভিড় লক্ষ করা গেছে।
বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন না বলে অভিযোগ। খবর পেতেই বৈষ্ণবনগর থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। শনিবার ও রবিবার থানার আইসি ত্রিদিপ প্রামাণিকের নেতৃত্বে অভিযান চালিয়ে চায়ের দোকানী সহ দু’জন মোটর বাইক চালককে গ্রেপ্তার করা হয়। তারা লকডাউনকে উপেক্ষা করেই চায়ের দোকান খুলে বসেন এবং চায়ের দোকানের মধ্যে ব্যাপক ভিড় জমান বলে অভিযোগ। বিনা কারণে মোটর বাইক নিয়ে জাতীয় সড়কে ঘোরাঘুরি করায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। বৈষ্ণবনগর থানার আইসি ত্রিদিপ প্রামানিক বলেন, ‘সামাজিক দুরুত্ব বজায় রেখে এবং লকডাউন অমান্য করে যাঁরা বাইরে বেরোবেন, তাদের গ্রেফতার করা হবে। আগামী ৩০ তারিখ পর্যন্ত লকডাউন চলবে এবং এই লকডাউনের মধ্যে যারা বিনা কারণে বাড়ির বাইরে বেরোবেন তাদের গ্রেফতার করা হবে।’ লকডাউন কে উপেক্ষা করার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।