ডিজিটাল ডেস্ক : মাত্র কয়েকদিন আগেই শুরু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) দ্রুতগতিসম্পন্ন এই ট্রেনের উদ্বোধন করেছিলেন। কিন্তু উদ্বোধন হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই মোষের আঘাতে ট্রেনের সামনের অংশ আঘাতপ্রাপ্ত হল। প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেস যখন বৃহস্পতিবার মুম্বাই থেকে গান্ধীনগর যাওয়ার পথে বেলা ১১:১৫ মিনিট নাগাদ বাতওয়া ও মনিনগর স্টেশনের মাঝে গৈরতপুর এলাকায় আসে, তখন বেশ কয়েকটি মোষ উঠে পড়ে লাইনের উপর। এবং চলে আসে বন্দে ভারত এক্সপ্রেসের একদম সামনে এবং মোষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের অংশ। যদিও মেরামতি করে ট্রেন চালানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এবং বন্দে ভারত ট্রেন সঠিক সময় গিয়ে পৌঁছেছে গান্ধীনগরে। তবে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। দুর্ঘটনার কথা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন পশ্চিম রেলের শীর্ষকর্তা।
প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং চেপে বসেন এই ট্রেনটিতে। ট্রায়াল রানেই বুলেট ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছিল এই বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র ৫২ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় এই ট্রেনটি যায় বলে দাবি করা হয়। স্বাভাবিকভাবেই এরকম একটি ট্রেনে মোষের ধাক্কায় ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ট্রেনের মান নিয়ে।