বারাণসী: মোবাইল কিনলেই বিনামূল্যে মিলবে লেবু-পেট্রোল। এমনই অবাক করা অফার নিয়ে হাজির উত্তরপ্রদেশের বারাণসীর একটি মোবাইল দোকান। ওই দোকান থেকে মোবাইলের কোনও যন্ত্রাংশ কিনলেই সম্পূর্ণ বিনামূল্যে লেবু উপহার দেওয়া হবে। আর যদি ওই দোকান থেকে দশ হাজার টাকার বেশি মূল্যের কিছু কেনা হয় তবে বিনামূল্যে মিলবে পেট্রোলও। এইরকম অভিনব অফার ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
ভারতে লাগাতার দাম বাড়ছে পেট্রোলের।অন্যদিকে হঠাৎ করেই মহার্ঘ হয়ে উঠেছে লেবু। এই পরিস্থিতিতে বারাণসীর ওই দোকানের এমন অফারে চমকে গিয়েছেন অনেকেই। যদিও ওই ব্যবসায়ীর দাবি অফার চালু হওয়ার পর বিক্রি আগের তুলনায় বেড়েছে। তবে কারণ যাই হোক না কেন অভিনব এই অফার নিয়েই মেতে উঠেছে নেটদুনিয়া।
আরও পড়ুন : গোরু পাচার কাণ্ডে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে গ্রেপ্তার ইডি’র