চাঁচল: প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় পঞ্চমী তিথিতে চাঁচল(Chanchal)-১ ব্লক মহিলা সমিতির মাতৃ আরাধনার শুভ সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, চাঁচলের এসডিও কল্লোল রায়, চাঁচল-১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আগত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয় উদ্যোক্তাদের তরফে।
জানা গিয়েছে, এবছর চাঁচল-১ মহিলা সমিতির শারদীয়া উৎসবের ৫৪ তম বর্ষপূর্তি। শারদীয়া উৎসব উপলক্ষ্যে পুজো মণ্ডপ সহ চাঁচল-১ ব্লক অফিস ভবন সংলগ্ন আবাসনের চত্বরে জুড়ে বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়গুলো মডেলের মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক বার্তাও সেখানে তুলে ধরা হয়েছে।
এদিকে মণ্ডপের আঙিনায় বিভিন্নরকম দুর্গার সমাজের বিশেষ গুরুত্ব হিসেবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। রয়েছে শিক্ষার আঙিনায় পৌঁছে দেওয়ার দুর্গা, অন্ন মুখে তুলে দেওয়ার দুর্গা, সন্তান লালনপালন করার দুর্গা, শিশু গড়ার কারিগর গর্ভধারী দুর্গা, দুর্গা আজ অসুস্থ তাই সন্তানরা তার পাশে মা রূপী, দুর্গা শ্রেষ্ঠ সম্পদ, বিবাহ বন্ধনের জীবন শুরু করার দুর্গা ও শ্রেষ্ঠ শিক্ষিকা মা রূপী দুর্গা আরও কত কী। সব মিলিয়ে মা দুর্গার নানা রূপ।