পারডুবি: মঙ্গলবার মাথাভাঙ্গা ২ ব্লকের বিডিও অফিসে উন্নয়নের পথে ১১ বছর নিয়ে নানা অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন বিডিও অফিসের এক হলঘরে প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খুদেদের। এছাড়াও এলাকায় দু’দিনব্যাপী নৈশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ব্লকের বিডিও উজ্জ্বল সর্দার। উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও পেট্রোলিনা লেপচা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি তরফদার রায় সহ অন্যান্যরা। ব্লকের ১টি থানা ও ১টি পুলিশ ফাঁড়ি ও ১০টি গ্রাম পঞ্চায়েতের দল সহ বিডিও অফিসের টিম ও এসএসবি জওয়ানদের দল অংশ নেবে প্রতিযোগিতায়। শুক্রবার পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হবে বলে ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান।
অনুব্রতকে জোর করে ফাঁসানো হয়েছে : উদয়ন গুহ
যে দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডাকাতির মামলায় ৪২ দিনের জেল খাটা আসামী, সে দেশে তো সীমান্ত পেরিয়ে গোরুপাচার হবেই। অনুব্রত মণ্ডলের...
Read more