ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি সাংসদ বরুণ গান্ধী কার্যত বিভিন্ন ইস্যুতে মন্তব্য করছেন। এবার তিনি বেসরকারিকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, কেন্দ্র যেভাবে বেসরকারিকরণ করে চলেছে, তাতে লক্ষ্য লক্ষ্য মানুষ চাকরি হারাতে পারে। ফলে অন্তত পাঁচ লক্ষ মানুষ বেকারত্বের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পিলভিটের সাংসদ। পাশাপাশি বিজেপি সাংসদ ক্রমাগত ঋণের বোঝা বেড়ে চলা নিয়েও সমালোচনা করেছেন কেন্দ্রীয় সরকারের। সব মিলিয়ে উত্তরপ্রদেশের ভোটের আবহে খোদ বিজেপি সাংসদের এহেন বিস্ফোরক মন্তব্যে অস্বস্তি বাড়েছে গেরুয়া শিবিরের বলে মনে করা হচ্ছে।
বিজেপি থেকে আর কতজন আসবেন তৃণমূলে? জানালেন কুণাল ঘোষ
ডিজিটাল ডেস্ক : রাজ্যের পঞ্চায়েত ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ভাঙন তৈরি হয়েছে। আলিপুরদুয়ারের(Alipurduar) বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল চলে এসেছেন...
Read more