শিলিগুড়ি: শুক্রবার সকাল থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মেলা গ্রাউন্ডে বসল ক্ষুদিরামপল্লী সবজি বাজার।
বৃহস্পতিবার সকাল থেকেই বাজার স্থানান্তরের কথা থাকলেও স্টল তৈরির কাজ শেষ না হওয়ায় ওইদিন সকালে মেলা গ্রাউন্ডে বাজার বসেনি। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীকে বসতে দেখা যায়। তবে এদিন সকাল থেকেই সমস্ত ব্যবসায়ীরা মেলা গ্রাউন্ডে বসে যান।
- Advertisement -
প্রসঙ্গত, শহরের প্রাণকেন্দ্রে থাকা গুরুত্বপূর্ণ এই বাজারে সারাদিনই প্রচুর ভিড় হয়। সোশ্যাল ডিসট্যান্সের সমস্যা হওয়ার জেরে বাজারটি এই নিয়ে লকডাউনের পর দ্বিতীয়বার মেলা গ্রাউন্ডে স্থানান্তরিত করা হল। বাজার স্থানান্তরের এই সিদ্ধান্তকে এদিন সাধুবাদ জানান বাজারে আসা ক্রেতারা।