মুম্বই: প্রয়াত হলেন বিখ্যাত সাংবাদিক ও লেখক অনিল ধর্কার। শুক্রবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স ছিল ৭৪ বছর।
Veteran journalist and writer Anil Dharker passes away
(Photo source: Anil Dharker's Twitter page) pic.twitter.com/jR0peXf6OB
— ANI (@ANI) March 26, 2021
- Advertisement -
জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই হৃদরোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার হাসপাতালে তাঁর বাইপাস সার্জিরও হয়। তারপরেই এদিন সকালে তাঁর মৃত্যু হয়।