উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত সংগীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala misra)। শনিবার গভীর রাতে নিজের চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পরিবারে রয়েছেন স্বামী, পুত্র ও পুত্রবধূ। গত চার বছর ধরে গুরুতর অসুস্থ ছিলেন নির্মলা মিশ্র। বিভিন্ন সময়ে নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা চলেছে তাঁর। বৃহস্পতিবার হঠাৎই তাঁর রক্তচাপ অনেকটাই কমে যায়। গতকাল সকাল থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তারপর রাতের দিকে মৃত্যু হয়। আজ, রবিবার সংগীত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সংস্কৃতি মহল।
দুর্গাপুজোর সপ্তমীর দিন তাঁর জন্ম দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। পরে চলে আসা কলকাতার চেতলায়। বাড়িতেই ছিল গানের পরিবেশ। ছোট থেকেই গান ভালবাসতেন। ১৯৬০ সালে ‘শ্রী লোকনাথ’ ছবিতে গান গাওয়ার মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন নির্মলা। কেবল আধুনিক আর প্লে ব্যাক তো নয়। নজরুলগীতি, শ্যামা সংগীত, লোকগীতি, দেশাত্মবোধক সব ধরনের গানেই পারদর্শী ছিলেন তিনি। তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম-এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, ও তোতা পাখি রে…ইত্যাদি।
আরও পড়ুনঃ Kulpi Film Premiere | ছকভাঙা প্রেমের গল্প নিয়ে বড়পর্দায় মুক্তি পেল ‘কুলপি’