কলকাতা: এবার কি তবে নেতাজির নামে পরিচিতি পেতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল? বদলে যেতে পারে অন্যতম আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রের নাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে এমনই চিন্তাভাবনা করছে কেন্দ্র।
নেতাজিকে নিয়ে কেন্দ্র এবং রাজ্যের প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে উদযাপনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পালটা নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। এবার শোনা যাচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামও বদলে দেওয়ার পথে হাঁটতে পারে কেন্দ্র। নেতাজির জন্মদিনেই এই বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ব্রিটিশ আমলে তৈরি এই স্মৃতি সৌধ ১০০ বছরে পা দিয়েছে। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী এক বছর ধরে পালনের জন্য কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই সিদ্ধান্ত নেবে, এই স্মৃতি সৌধের নাম পরিবর্তন হবে কিনা। পাশাপাশি ২৩ জানুয়ারি দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হবে কিনা, তাও ঠিক করা হবে।