চালসা: কৃষকদের আন্দোলনের চাপে পড়ে তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এই খুশিতে শনিবার বিকেলে ঢাক-ঢোল বাজিয়ে বিজয় মিছিল করল সিপিআইএমের সারা ভারত কৃষক সভার মেটেলি থানা কমিটি।
এদিন মেটেলির বাতাবাড়ি ফার্ম বাজারের সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গোটা বাজার পরিক্রমা করে। এরপর একটি পথসভার আয়োজন করা হয়। এদিন মিছিল শুরুর আগে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত নিহত কৃষকদের প্রতি শ্রদ্ধা জানান কমিটির সদস্যরা।