মুম্বই: সংসদের শীতকালীন অধিবেশন বাতিল নিয়ে মন্তব্য করতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেতা বিক্রান্ত মেসি। বৃহস্পতিবার সকালে টুইট করেন তিনি। এরপর থেকেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়। পরবর্তীতে ক্ষমা চেয়ে পুনরায় টুইট করেন তিনি।
We can have massive election rallies, a brief Monsoon session during the peak, but no Winter session…Why? Cos we’re in the middle of a pandemic.
Dainty little princesses!!!
— Vikrant Massey (@masseysahib) December 17, 2020
অধিবেশন বাতিল হবে কি না তা নিয়ে ছিল জোর জল্পনা। অবশেষে অধিবেশন বাতিল হয়ে যায়। সে বিষয়ে মন্তব্য করেন বিক্রান্ত মেসি। ‘দেশের এই কঠিন পরিস্থিতিতে শীতের অধিবেশন কেন হতে পারে না, ছোট্ট রাজকন্যারা’ এই বলে প্রথম টুইট করেন অভিনেতা। এরপরই বিপাকে পড়তে হয় তাঁকে, এদিন বিকালের মধ্যেই ক্ষমা চান তিনি। আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী বলে পুনরায় টুইট করেন তিনি।
https://twitter.com/masseysahib/status/1339519431769092096?s=20