হেমতাবাদ: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই সরকারি ঘর, নিয়মিত আসেন না কর্মীরা, হয় না পঠনপাঠন। ফলে শিশুদের নিয়ে প্রায় প্রতিদিনই অভিভাবকেরা ঘুরে যান। সোমবার এই অব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের হরিনারায়ণপুর এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় গত ১০ বছর ধরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকলেও কোনও স্থায়ী ঘর নেই। খোলা আকাশের নীচেই অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের পড়ান কর্মীরা। কর্মীরা নিয়মিত না আসায় পড়াশোনা হয় না, আবার মিড-ডে মিলও রান্না হয় না। বাসিন্দাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ঘরের দাবি জানিয়ে আসলেও এখনও ঘর তৈরি হয়নি৷ পাশাপাশি খুদে পড়ুয়াদের ক্লাস করানোও হয় না বলে অভিযোগ অভিভাবক-অভিভাবিকাদের। তাই তাঁদের দাবি, অবিলম্বে পাকা ঘর তৈরি করতে হবে। যদিও এব্যাপারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন : এবার রায়গঞ্জ, ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করল প্রতিবেশী যুবক!