গাজোলঃ যে পরিমাণ রেশন সামগ্রী বরাদ্দ করা হচ্ছে সেই পরিমাণ রেশন সামগ্রী দিচ্ছে না রেশন ডিলার। এমনকি চলতি মাসের পিএমজিকেএওয়াই প্রকল্পে বরাদ্দ রেশন সামগ্রী এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এই অভিযোগ তুলে বুধবার একুশ মাইলে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রচুর গ্রামবাসী। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল (Gajole) থানার পুলিশ। অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা অবরোধ মুক্ত করতে সমর্থ হয় পুলিশ। এরপর অবরোধকারীরা কথা বলেন অভিযুক্ত রেশন ডিলার ফরহাদ হোসেনের সাথে। জানুয়ারি ৩০ তারিখের মধ্যে সমস্ত গ্রাহককে তাদের বরাদ্দকৃত রেশন সামগ্রী দেওয়া হবে এই আশ্বাস পেয়ে বাড়ি ফিরে যান অবরোধকারীরা।
স্থানীয় বাসিন্দা নূরনেহার বেগম জানালেন, রেশন সামগ্রী বিলি বন্টন নিয়ে টালবাহানা করছে রেশন ডিলার। প্রাপ্য রেশন চাইলে তারিখের পর তারিখ দিচ্ছেন তিনি। কিন্তু নির্দিষ্ট দিনে রেশন সামগ্রী তাদের দেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে এদিন এলাকাবাসীরা পথ অবরোধে শামিল হয়েছেন। অপর এক মহিলা রাধিকা মুদি বললেন, আমাদের সকলের আঙুলের ছাপ নিয়ে নেওয়া হয়েছে। অথচ সম্পূর্ণ রেশন সামগ্রী দেওয়া হয়নি। কাউকে কাউকে হয়তো অর্ধেক পরিমাণ চাল দিয়েছে। আবার অনেককে দেওয়াই হয়নি। রেশনের চালের জন্য বারবার দরবার করা হলেও রেশন দিতে টালবাহানা করছেন ডিলার। এরই প্রতিবাদে সবাই মিলে রাস্তা অবরোধে শামিল হয়েছে। ৩১ জানুয়ারির পর এই চাল আমরা আর পাব না। তাই আমাদের দাবি ৩০ জানুয়ারির মধ্যে সমস্ত গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ চাল বিতরণ করতে হবে।
যদিও তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ডিলার ফরহাদ হোসেন। তাঁর বক্তব্য, বেশ কিছু সমস্যার জন্য অনেক ডিলার নির্দিষ্ট পরিমাণ সামগ্রী পাননি। এমনও দেখা গেছে অনেক ডিলার তার বরাদ্দের থেকে বেশি চাল পেয়েছেন। আবার অনেক ডিলার কম পেয়েছেন। সমস্যা রয়েছে রেশন বন্টনে। যার জন্য নির্দিষ্ট সময়ে সকলকে এই চাল দেওয়া সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা চালাচ্ছি ৩০ জানুয়ারির মধ্যে সমস্ত রেশন গ্রাহককে তাদের প্রাপ্য চাল দিয়ে দেওয়ার জন্য। এইজন্য নির্দিষ্ট দিনগুলিতে দুয়ারে রেশন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকায় গিয়ে রেশন সামগ্রী বিলিবন্টন করা হবে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।