মেখলিগঞ্জ: প্রস্তাবিত ইন্ডাস্ট্রিয়াল হাবে স্থায়ী কাজ ও জমির বদলে জমির দাবিতে রবিবার মেখলিগঞ্জের নিজতরফে ফের বৈঠক করলেন গ্রামবাসীরা। প্রথম থেকেই তারা জানিয়ে আসছেন ইন্ডাস্ট্রিয়াল হাবের জন্য যাদের জমি নেওয়া হবে তাদের পরিবার পিছু তিনবিঘা জমি ও পরিবারের একজনকে ওই হাবে স্থায়ী কাজের ব্যবস্থা করে দিতে হবে। দাবির কথা তাঁরা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন মহলেও জানিয়েছেন। কিন্তু সেখান থেকে এখনও অবধি তেমন কোনও আশার আলো দেখতে পাননি তাঁরা। সেই কারণে তাঁরা নিজেদের মধ্যে ঘনঘন বৈঠক করছেন। যদিও একটি সূত্র মারফত জানা গিয়েছে, ওই এলাকা থেকে যতসংখ্যক মানুষকে জমি ও কাজের দাবি জানিয়েছিলেন সেই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে প্রশাসনিক মহলেও। অন্য এলাকায় বসবাসকারী কিছু মানুষও জমি এবং চাকরির দাবি করছেন বলেও অভিযোগ উঠে আসছে। এদিনের বৈঠকে স্থানীয়রা গ্রাম পঞ্চায়েত প্রধান সুনীল রায়কেও তাদের দাবির কথা জানান। সুনীলবাবু বলেন, ‘এলাকার মানুষ তাদের জমি ও কাজের দাবির কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে ব্লক ও মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে।‘
তিনবিঘা করিডর পরিদর্শনে বিএসএফের এডিজি
মেখলিগঞ্জ: শনিবার সীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখতে দিল্লি থেকে বিএসএফের এডিজি আশিস গুপ্তা মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের তিনবিঘা করিডর পরিদর্শন করলেন। সঙ্গে...
Read more