করণদিঘি: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকার যোগ্যতা রয়েছে। তা সত্ত্বেও তালিকায় অনেকের নাম নেই। কেন তাঁদের নাম নেই? এই প্রশ্নের জবাব না পেয়ে রসাখোয়া ২ গ্রাম পঞ্চায়েত অফিস তালা মেরে বিক্ষোভ দেখায় বঞ্চিতরা। সোমবার গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সংসদ থেকে লোক জমায়েত হয় পঞ্চায়েত অফিসে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ভিআরপি ও পঞ্চায়েত সদস্যরা কারচুপি করেছে। যাদের ছাদ ঢালাই পাকা বাড়ি, ইটের দেওয়াল টিনের ছাউনি, বিত্তবান ও শাসকদলের নেতা কর্মীদের পরিবারে একাধিক ব্যক্তির নাম তালিকায় থাকাতেই প্রকৃত গরিব মানুষেরা বঞ্চিত হচ্ছে। এই অভিযোগ তুলেই এদিন পঞ্চায়েত অফিসে তালা ঝোলায় বিক্ষোকারীরা। খবর পেয়ে পঞ্চায়েত অফিসে পৌঁছোয় করনদিঘি থানার পুলিশ। পরবর্তীতে পঞ্চায়েত সদস্য ও প্রধান করণদিঘির বিডিওকে ফোন করেন। বিডিও নিতিশ তামাং বিক্ষোভকারীদের আশ্বাস দেন। পাশাপাশি আগামীকাল বিডিও অফিসে বিক্ষোভকারীদের নিয়ে বৈঠকে বসার কথা বলেন।
আরও পড়ুনঃ হাতির হানায় মৃত্যু ব্যক্তির