ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার বসিরহাটে দাপিয়ে বেড়াচ্ছিল একটি মা হনুমান। তার আক্রমণে অন্তত কুড়িজন ইতিমধ্যেই ঘায়েল হয়েছে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর সীমান্ত এলাকায় একটি মা হনুমান দাপিয়ে বেড়াচ্ছিল। প্রসঙ্গত জানা গেছে, তার সন্তান বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। আর তারপর থেকেই অশান্ত হয়ে গিয়েছে মা হনুমানটি। যাকে সামনে পাচ্ছে তাঁকেই আঁচড়ে, কামড়ে রক্তাক্ত করছে। এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। ইতিমধ্যেই বনদপ্তরে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বনদপ্তর কর্মীরা হনুমানটিকে খাঁচা বন্দি করে। অন্যদিকে হাসপাতলে জখমদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে।
গণধর্ষণের শিকার তিন বছরের শিশু, অভিযুক্তরা গ্রেপ্তার পুলিশের হাতে
ডিজিটাল ডেস্ক : নির্যাতনের চরম নিদর্শন পাওয়া গেল দিল্লিতে(Delhi)। তিন বছরের শিশুও নিস্তার পেল না লালসা চরিতার্থ করার হাত থেকে।...
Read more