ডিজিটাল ডেস্ক : রাস্তাঘাটে বিভিন্ন সময় বৃহন্নলাদের চোখে পড়ে। কিন্তু এবার লোকাল ট্রেনেও যথেষ্ট চোখে পড়ছে বৃহন্নলাদের। কার্যত এবার বৃহন্নলাদের হাতে লোকাল ট্রেনের যাত্রীরা প্রহৃত হলেন। জানা গিয়েছে, সোমবার রাতে শিয়ালদা দক্ষিণ শাখা লোকাল ট্রেনে আসছিলেন ভাই-বোন। কিন্তু সুভাষগ্রাম এবং সোনারপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় তাঁদের কাছে টাকা দাবি করে বৃহন্নলাদের দল। দাবি মতো টাকা দিতে না পারায় পাল্টা তাঁদেরকে মারধর করে বৃহন্নলারা। হেনস্তার শিকার হওয়ার পর সোমবার রাতে সোনারপুর জিআরপিতে নিগৃহীতরা অভিযোগ করেন। তবে তাঁদের অভিযোগের উপর ভিত্তি করে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় অন্যান্য যাত্রীদের মধ্যে বেড়েছে আতঙ্ক।
আরও পড়ুন : দাবি মতো চাঁদা না পেয়ে কনটেনার চালককে মারধর