Wednesday, April 24, 2024
HomeMust-Read NewsViral Video of Yogi | চুল-দাড়ি জমে বরফ, যৎসামান্য পোশাকে তুষারাবৃত পাহাড়ে...

Viral Video of Yogi | চুল-দাড়ি জমে বরফ, যৎসামান্য পোশাকে তুষারাবৃত পাহাড়ে ধ্যানমগ্ন এক যোগী! কে ইনি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাড়হিম করা ঠান্ডা। তুষারাবৃত পাহাড়। তারই মধ্যে অবিচল ধ্যানমগ্ন এক যোগী। না এ কোনও পৌরানিক গল্পগাথা নয়। রীতিমতো বাস্তব। গরম পোশাকের কোনও বালাই নেই, গায়ে যৎসামান্য আবরণ রয়েছে। সেই অবস্থাতেই পদ্মাসনে বসে আছেন ওই যোগী মহারাজ। কোলের উপর দুটি হাত জড়ো করে রাখা। তাঁর চুল, দাড়ি, রুদ্রাক্ষের মালা, পরনের সামান্য পোশাক, সবই বরফে সাদা হয়ে আছে। চুল-দাড়িতে এতটাই বরফ জমেছে, যে সেগুলি জমে শক্ত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সম্প্রতি এই যোগীর ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যা দেখে অনেকেই এই ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি বলে সন্দেহ করেছেন। তবে এর পেছনে আসল সত্যিটা কী?

চলতি মাসের শুরুতেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল এই ভিডিও। জানা গিয়েছে, এই ভিডিওটি হিমাচল প্রদেশের কুলু জেলার সেরাজ উপত্যকার। ফেব্রুয়ারি মাসে তীব্র তুষারপাত হয় এই দুর্গম উপত্যকায়। আর ভিডিওয় যে যোগীকে তীব্র ঠাণ্ডার মধ্যেও ধ্যানে অবিচল থাকতে দেখা যাচ্ছে, তিনি যোগী সত্যেন্দ্রনাথ। কুলু জেলার বনজারের বাসিন্দা তিনি। গত ২২ বছর ধরে কৌলন্তক পীঠ আশ্রমে যোগ অনুশীলন করে আসছেন তিনি। নাথ সম্প্রদায়ের গুরু, ঈশনাথ হিমালয় যোগ ঐতিহ্যের অনুসারী। তাঁর অনুগামীরা তাঁকে ডাকেন ঈশপুত্র নামে। বর্তমানে কৌলন্তক পীঠের প্রধান পদে রয়েছেন ঈশপুত্র। ঈশ্বরের সাধনার পাশাপাশি, তিনি নিয়মিত যোগব্যায়াম করে থাকেন। অন্তত আটটিরও বেশি দেশে ছড়িয়ে রয়েছেন ইশপুত্রের ভক্তরা। ভিডিও দেখে অনেকে হতবাক হয়ে গেলেও, ঈশপুত্রকে যাঁরা চেনেন, তাঁদের কাছে এটা কোনও নতুন বিষয় নয়। আসলে, আশৈশব তিনি যোগাভ্যাস করছেন। তুষারপাতের মধ্যে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে, তার মধ্যে বসে নির্লিপ্তভাবে ধ্যান করার জন্য কঠোর যোগাভ্যাসের প্রয়োজন। যোগী সত্যেন্দ্রনাথ কত বড় যোগী, তা এই ভিডিও দেখেই উপলব্ধি করা যায় বলে মনে করছেন তাঁর ভক্তরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যে ধ্যানরত ঈশপুত্রের এই ভিডিও যে কারও মনে আধ্যাত্মিকভাবের জন্ম দিতে পারে।

জানা গিয়েছে, এই ভিডিওটি চলতি মাসের প্রথম সপ্তাহে রেকর্ড করেছিলেন যোগী সত্যেন্দ্রনাথের শিষ্য রাহুল। তিনি প্রায়ই তাঁর গুরুর বিভিন্ন যোগাভ্যাস ও ধ্যান করার ভিডিও রেকর্ড করেন। জানা গিয়েছে, ঈশনাথ হিমালয় যোগঅভ্যাস যাতে পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ে, সেই উদ্দেশ্যেই এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ramdev | ফের সংবাদপত্রের বিজ্ঞাপনে ক্ষমাপ্রার্থনা রামদেবের, সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরই পদক্ষেপ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারের পর ফের বুধবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চাইলেন রামদেব (Ramdev)। পতঞ্জলির (Patanjali) বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় বারবার সুপ্রিম কোর্টের...

Vivek Agnihotri | বড় ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর, ‘কাশ্মীর ফাইলস’-এর পর এবার আসছে ‘দ্য দিল্লি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর পর এবার বড় ধামাকা দিতে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। শীঘ্রই বড়...

Cooch Behar | সময় লেগে যায় এক বছর, কোচবিহারে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা

0
শিবশংকর সূত্রধর, কোচবিহার: গরমে হাঁসফাঁস অবস্থা। কাঠফাটা রোদে স্বস্তি পেতে অনেকেই রাস্তার ধারে বিক্রি হওয়া আখের রসে গলা ভেজাচ্ছেন। চাহিদার তুলনায় কম হলেও কিছু...

Nandigram | নন্দীগ্রামে দেবাংশুকে দেখেই ‘চোর-চোর’ স্লোগান, প্রচারে বাধা পেয়ে এলাকা ছাড়লেন তৃণমূল প্রার্থী...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃণমূল প্রার্থী দেবাংশুকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। অভিযোগ, এদিন সকালে নন্দীগ্রামে প্রচারে গেলে দেবাংশু ও...
'Bharti' has been closed during Covid, and there are no cinema halls in Mainaguri

Maynaguri | কোভিডকালে বন্ধ হয়েছে ‘ভারতী’, আর সিনেমা হলই নেই ময়নাগুড়িতে

0
বাণীব্রত চক্রবর্তী, ময়নাগুড়ি: পাঁচ থেকে ছয় বছর টানা দর্শকের অভাবে ধুঁকছিলই। দিনরাতের তিনটে শো চলত না। বেশিরভাগ ক্ষেত্রেই দুটো শো বন্ধ করে দিতে হত।...

Most Popular