নয়াদিল্লি: বিশাখাপত্তনম গ্যাস দুর্ঘটনা মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার পরিস্থিতি নির্ধারণে বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরএফ)-এর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডিকে সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী টুইটারে জানান, গোটা বিষয় নিয়ে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমি বিশাখাপত্তনমের সকলের নিরাপত্তা ও ভাল থাকার জন্য প্রার্থনা করি।’
এদিকে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, মোদি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পিএমও-র এক টুইটে বলা হয়েছে, ‘তিনি সবরকম সাহায্য ও সমর্থনের আশ্বাস দিয়েছেন। মোদীর সভাপতিত্বে এনডিআরএফ-এর বৈঠকের পর তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র শীর্ষ সরকারি আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন।’
ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, এনডিআরএফ, এনডিআরএফের ডিরেক্টর এইমস-এর সঙ্গে পর্যালোচনা বৈঠকে এবং চিকিৎসা বিশেষজ্ঞদের উদ্দেশ্যে পিকে মিশ্র নির্দেশ দেন, বিশেষজ্ঞ দল ওই জায়গায় পাঠানো হোক। সূত্রের খবর, একইসঙ্গে তিনি জানান, স্বল্প মেয়াদে গ্যাস লিক হওয়ার ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রভাব খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে বিশাখাপত্তনম একটি কেমিক্যাল প্ল্যান্টে গ্যাস লিক করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।