ডিজিটাল ডেস্ক : দীঘা (Digha) মন্দারমনি অনেক হল এবার মাত্র একদিনের ছুটিতেই ঘুরে আসুন এই সমুদ্র সৈকত। খরচা হবে মাত্র ২০০০ টাকা। দিঘা থেকে মাত্র ১ ঘণ্টা দূরত্বে অবস্থিত দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত। আর মন্দিরমণি থেকে মাত্র ১১ কিলোমিটার দূরত্বে এই সমুদ্র সৈকত। মন্দিরমণি থেকে ড্রাইভ করে ২০ মিনিটে পৌঁছতে যেতে পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর। প্রাইভেট গাড়ি ছাড়াও এখানে যাওয়া যাবে। যে কোনও দিঘাগামী বাসে চেপে চাউলখোলা পৌঁছে যান। চাউলখোলা থেকে অটো বা ট্রেকার ভাড়া করে দক্ষিণ পুরুষোত্তমপুর যেতে হবে। চাউলখোলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকত।
যেহেতু মন্দারমণির খুব কাছেই এই সমুদ্র সৈকত অবস্থিত, তাই খুব একটা বিস্তর ফারাক দেখা যাবে না দক্ষিণ পুরুষোত্তমপুরে। তবে, এখানকার সমুদ্র সৈকত খুব শান্ত। শহুরে কোলাহলের রেশটুকুও নেই। নিরিবিল সমুদ্র সৈকতে একটা দিন কাটাতে চাইলে দক্ষিণ পুরুষোত্তমপুরে আসতে পারেন।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন: সরস্বতী পুজোর থিম ‘বন্দে ভারত এক্সপ্রেস’, মণ্ডপে ভিড় দর্শনার্থীদের