শ্রীনগর: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক সেনা জওয়ান। কাশ্মীরের কোকেরনাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। সেনা সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ওয়াটনার এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে। সেইমতো ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে বাহিনী। এরপরই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেই সময়ে জঙ্গিদের গুলিতে একজন সেনা জওয়ান শহিদ হন।
পুলিশ জানিয়েছে, উপত্যকায় হামলা রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ, আধা সামরিক বাহিনী ও সেনা।
আরও পড়ুন : জাহাঙ্গিরপুরীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪