দিসপুর: পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও শুরু হল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই ১৩টি জেলার ৩৯টি আসনে ভোটযুদ্ধ শুরু হয়। এদিন নির্বাচন শুরু হওয়ার সঙ্গে টুইট করে অসমবাসীকে বিপুল সংখ্যায় ভোটদান করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজি অসমত দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে। এই পৰ্যায়ৰ সকলো যোগ্য ভোটাৰক তেওঁলোকৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি গণতন্ত্ৰৰ এই উৎসৱক সুদৃঢ় কৰিবলৈ অনুৰোধ জনাইছো।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021
নির্বাচন কমিশন সূত্রে খবর, এই দফায় ৬৪৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা করেছিলেন। তার মধ্যে ৩০ জনের আবেদন খারিজ করা হয় ও ৩৩ জন পরে নাম তুলে নেন। এই পর্যায়ে অসম গণ পরিষদ ও ইউনাইটেড পিপল পার্টি লিবারেলের জোট মোট ৬ এবং ৩ টি আসনে প্রার্থী দিয়েছে। ২৮টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেসের মহাজোট।