কলকাতা: হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। ভবানীপুরের বিভিন্ন জায়গায় এরিয়া ডমিনেশন চলছে। সবকিছু এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে চললেও ভোট জ্যামের অভিযোগ তুলেছে বিজেপি। বৃহস্পতিবার ভোটকেন্দ্রে ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট মোতায়েন রয়েছে।
#WestBengalBypolls | Polling begins in Bhabanipur, polling is scheduled to end at 6:30 pm, according to State CEO
(Visuals from Mitra Institution polling booth) pic.twitter.com/fgW9fvMsbb
— ANI (@ANI) September 30, 2021
তবে, তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছে বিজেপি। ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল। শাসকদলের তরফে ফিরহাদ হাকিম পালটা তোপ দাগেন। তিনি বলেন, ‘লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ জানানো হচ্ছে।‘