ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে আজকে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট দান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই উত্তরপ্রদেশবাসীকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর কথা মেনে ১৫ বছর ধরে শয্যাশায়ী ভোটার ভোট দিতে এলেন। কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে গেলেন, বিজেপিকে সরানোর জন্যই তিনি ভোট দিতে এসেছেন। কার্যত ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুর বিধানসভা কেন্দ্রে দেখা গিয়েছে। সূত্রের খবর, পক্ষাঘাতের কারণে জাকির খান নামের এই ভোটার গত ১৫ বছর ধরে শয্যাশায়ী। গুরুতর অসুস্থ এই ব্যক্তি বৃহস্পতিবার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ভোট দিতে আসেন স্ট্রেচারে শুয়ে। এত কষ্ট করে ভোট দানের কারণ কি? তার উত্তরে ভোটার জাকির খান জানিয়েছেন, তিনি বিজেপি সরকারকে হঠাতে মরিয়া। কার্যত তাঁর অভিযোগ, বিজেপির আমলে রাজ্যের কোনো উন্নয়ন হয়নি, বরং পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। খুব স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশের অন্যান্য মানুষের মনোভাবও যদি এরকম হয়, তাহলে তা যে যোগী সরকারের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তা বলাইবাহুল্য।