উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুল পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে।অনেকেই পছন্দ করেন বাড়ির টবে রংবেরংয়ের ফুল লাগিয়ে রাখবেন। অনেকেই আবার দোকান থেকে কিনে নিয়ে এসে বাড়িতে সাজিয়ে রাখেন ফুল। এমন বেশ কিছু ফুল আছে যাদের গন্ধে ম-ম করে গোটা ঘর। তবে ভাবুন তো যদি ফুল থেকে বের হয় পচা মাংসের গন্ধ? কিংবা যদি ফুল কেড়ে নেয় মানুষের জীবন? ভাবছেন এও আবার হয় নাকি। হ্যাঁ এটাও সম্ভব। সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ফুলের সন্ধান মিলেছে। যে ফুল থেকে কাঁচা মাংসের গন্ধ বের হয়। যে ফুল খুন করতে পারে মানুষকে।
ইন্দোনেশিয়ায় খোঁজ পাওয়া গিয়েছে এক অদ্ভুত ফুলের।এই ফুলের ওজন ১০ থেকে ১১ কেজি।এই ফুল বিশ্বের বৃহত্তম ফুল হিসেবেই চিহ্নিত। একটি আস্ত মানুষকে মেরে ফেলতে পারে এই ফুল। এই ফুলের নাম র্যাফ্লেসিয়া। এটি ইন্দোনেশিয়ার জাতীয় ফুল হিসেবেই চিহ্নিত। মোট ২৮ রকমের ভেরিফাইড এবং চার রকমের আন ভেরিফাইড প্রজাতির এই ফুলের খোঁজ পাওয়া গেছে পৃথিবীতে।
এই ফুল থেকে বের হয় পচা মাংসের গন্ধ। এই গন্ধ পোকামাকড় এবং মাছিদের আকৃষ্ট করে। তবে এই ফোনে যদি কোন মাছি কিংবা পোকা বসে তবে বিরাট ফুলের পাপড়ির গায়ে থাকা আঠা লেগে যায় ওই পতঙ্গের শরীরে। কোনমতেই আর ওই ফুল থেকে উড়ে যেতে পারে না মাছি কিংবা পোকা। পোকা দেহের নির্যাস শুষে নেয় ওই ফুল। জানা যাচ্ছে এক ইংরেজ সাহেবের নাম অনুসারে এই ফুলের নাম রাখা হয়েছিল র্যাফ্লেসিয়া। ইন্দোনেশিয়াতে এই ফুলের খোঁজ পেয়েছিলেন ওই ইংরেজ সাহেব। ইংরেজ সাহেবের নাম ছিল স্যার স্যামফোর্ড র্যাফ্লেস। তাঁর নাম অনুসারেই এই ফুলের নামকরণ করা হয় র্যাফ্লেসিয়া।