রায়গঞ্জের: দেওয়ালে দেওয়ালে লড়াই। হাতিয়ার রং-তুলি। সারস্বত উৎসব উপলক্ষ্যে অভিনব দেওয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় রায়গঞ্জ আমরা সবাই ইনস্টিটিউট ঠেকের উদ্যোগে। এবারের উৎসব ২৭ বছরে পড়ল। উৎসব উপলক্ষ্যে দেওয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছর দেওয়াল অঙ্কনের বিষয় ছিল ‘অ্যাবস্ট্রাক্ট’। প্রতিযোগিতায় ২৬ জন অংশগ্রহণ করেছেন বলে জানান পুজো কমিটির সম্পাদক সুমন রায়।
- Advertisement -
প্রসঙ্গত, প্রতি বছর এই সারস্বত উৎসব রায়গঞ্জবাসীর কাছে বিশেষ আকর্ষণীয়। এবছর দেওয়াল অঙ্কনের পাশাপাশি রায়গঞ্জের ভূমিপুত্র তথা বলিউডের সংগীত শিল্পী রানা মজুমদার বুধবার সংগীত পরিবেশন করেন। তবে সরস্বতী পুজোর দিন দুপুর থেকে পুজো প্রাঙ্গণে আনন্দে মেতে উঠেছিল জেন ওয়াই।