ডিজিটাল ডেস্ক : রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের তৃণমূল যোগ নিয়ে। কার্যত কিছুদিন আগেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের তৃণমূল অধ্যাপক সংগঠনের সদস্য পদে থাকা নিয়ে প্রামাণ্য নথি সামনে আনেন ওয়েবকুপার রাজ্য সভানেত্রী। তিনি আরও দাবী করেন, ২০১৩ সালে তৃণমূল অধ্যাপক সংগঠনের সদস্য পদ নিয়েছিলেন সুকান্ত মজুমদার। সদস্যপদ বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সুকান্ত মজুমদার। আর এবার তাই নিয়ে পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ। সুকান্ত মজুমদারকে দলবদলু বলে অভিহিত করেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারকে নিয়ে বিতর্ক উঠেছে তুঙ্গে।
আরও পড়ুন : কোচবিহারে সারা ভারত ছাত্র ব্লকের আন্দোলন