নয়াদিল্লি, ১৭ মার্চঃ নির্ভয়া গণধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার দোষীর মধ্যে অন্যতম মুকেশ সিং নতুন করে মৃত্যুদণ্ডের নির্দেশ পেছানোর আবেদন জানাল। মুকেশের দাবি, ২০১২ সালের ১৬ ডিসেম্বর ওই ঘটনার দিন দিল্লিতেই ছিল না সে। মঙ্গলবার মুকেশের হয়ে দিল্লির একটি আদালতে আবেদন জমা দেন তার আইনজীবী এমএল শর্মা। পরে এই নিয়ে রায় ঘোষণা করবেন অতিরিক্ত দায়রা জজ ধর্মেন্দ্র রানা। শুক্রবার ভোর সাড়ে ৫টায় ফাঁসি হওয়ার কথা মুকেশ সিং, পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর এবং বিনয় শর্মার। তার আগে এদিন ফের দিল্লির একটি আদালতে মুকেশ সিংয়ের হয়ে আবেদন জমা দেন আইনজীবী এমএল শর্মা। আবেদনে বলা হয়েছে, মুকেশ সিংকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১২ সালের ১৭ ডিসেম্বর তাকে দিল্লিতে আনা হয়। এই অপরাধ সংঘটিত হওয়ার দিন সে দিল্লিতে ছিলই না। পাবলিক প্রসিকিউটর আদালতকে জানিয়েছেন, মুকেশ সিংয়ের আবেদনের বিষয়টি বেআইনী এবং ফাঁসির নির্দেশ স্থগিত করার একটি কৌশল। তিহার জেলে মুকেশের ওপর অত্যাচারও করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুকেশের আইনজীবী এমএল শর্মা।
তৃণমূল প্রধানের কলার ধরে টানছেন শাসকদলেরই পঞ্চায়েত সদস্য
তৃণমূল প্রধানের কলার ধরে টানছেন শাসকদলেরই পঞ্চায়েত সদস্য, ভাইরাল ভিডিওতে শোরগোল হরিশ্চন্দ্রপুরে
Read more