উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৪ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার দৌড়, তাও আবার ৭০ বছর বয়সে। রীতিমতো চমক জাগিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতোর চর্চার বিষয় আমেরিকার মাইকেল কিশ। রীতিমতো হুলস্থুল ফেলে দিয়েছেন তিনি। এই বয়সেও এতটা সক্ষমতা অভাবনীয় বলে মনে করছেন অনেকেই। আমেরিকার সবচেয়ে পুরোনো ও বৃহত্তম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট পেন রিলেস। সেখানেই এই নজির গড়েছেন মাইকেল কিশ। দৌড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি অন্যান্য ক্রীড়াবিদদের পেছনে ফেলে এগিয়ে যান লক্ষ্যের দিকে। নেটাগরিকদের অনেকেই কিশকে ‘অনুপ্রেরণা’ হিসেবে বর্ণনা করেছেন। একজন টুইটার ব্যবহারকারী মজার ছলে লিখেছেন, কিশের মতো গতিতে তো উনি গাড়িও চালান না। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ৭0 বছর বা তার বেশি বয়সি পুরুষদের জন্য সর্বকালের ১00 মিটার রেকর্ডটি আমেরিকার ববি হুইলডেনের দখলে রয়েছে। তিনি ২০০৫ সালে সিনিয়ার অলিম্পিকের সময় ১২.৭৭ সেকেন্ডে দৌড় সম্পন্ন করেছিলেন। বয়স যে শুধুমাত্র সংখ্যা তা বারবার প্রমাণ করেছেন ববি হুইলডেন বা মাইকেল কিশের মতো মানুষেরা।
This is like a 70-year-old going 23.5 in the 50 freestyle…pic.twitter.com/GVg2EFzXrR
— Kyle Sockwell (@kylesockwell) April 30, 2022