চাঁচল: নিকাশি নালা বন্ধ থাকায় বৃষ্টির জমা জল চাঁচলের (Chanchal) কলিগ্রাম এলাকার তেলেন পুকুরে জমে যায়। বেশ কিছু বাড়িতেও ওই জল ঢুকে পড়ে। প্রায় এক সপ্তাহ বৃষ্টির জল জমেছিল। এর ফলে চরম দুর্ভোগের মুখে পড়েন বাসিন্দারা। স্থানীয় কতিপয় যুবক নিজেদের উদ্যোগে আর্থমুভার দিয়ে জল নিকাশির উদ্যোগ নেন। তারা একটি আর্থমুভার ভাড়া করে নিয়ে আসেন। আর্থমুভার দিয়েই নিকাশি নালার বিভিন্ন জায়গায় সাফাই অভিযান চালায় তারা। সাফাই অভিযানে নিকাশি নালার আবর্জনাগুলি পরিষ্কার করে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে জমা জল সহজেই নেমে যায় এলাকা থেকে। জল যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাসিন্দারা ওই যুবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আরও পড়ুন : বন্ধ চা বাগানের জমি বিক্রির চেষ্টা, প্রতিবাদে সরব শ্রমিকরা