বানারহাট: এক রাতের বৃষ্টিতে জলমগ্ন ডুয়ার্সের বিভিন্ন এলাকা। জল যন্ত্রণায় পথে নামলেন বানারহাটের (Banarhat) চামুর্চি মোড় সংলগ্ন এলাকার বাসিন্দারা। প্রতিবছর বর্ষা আসলেই চামুর্চি মোড় সংলগ্ন এলাকার বাসিন্দাদের জলমগ্ন থাকতে হয়। গত সাত বছর ধরে চলছে এই সমস্যা। আর এই অভিযোগে সোমবার প্রায় ঘণ্টাদুয়েক ভারত-ভুটান সড়ক অবরোধ করে রাখেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জলনিকাশি ব্যবস্থা বেহাল থাকায় চামুর্চি মোড় সংলগ্ন বানারহাট চা বাগানের বিভিন্ন নালার জল তাঁদের এলাকার নালায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যার জেরে একটু বেশি বৃষ্টি হলেই নালা উপচে জলমগ্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা। প্রশাসনকে বারবার জানিয়েও লাভ না হওয়ায় বাধ্য হয়ে এদিন পথ অবরোধে শামিল হন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে বানারহাট থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর ব্লক বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক স্বর্ণাভ মিত্র এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা।
অন্যদিকে হাতিনালার জলে জলমগ্ন হয়ে পড়ে বিন্নাগুড়ির এস এম কলোনি, নেতাজিপাড়া এলাকা। এদিন রাত থেকে জল হাতি নালা দিয়ে উপচে এলাকায় ঢুকে পড়ে। পাড়ার রাস্তাগুলি নদীর রূপ নেয়। যদিও সকাল হতেই ওই এলাকার জল নেমে যায়। অতিরিক্ত বৃষ্টির জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন বিন্নাগুড়ি। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যায় ভুগছে গোটা বিন্নাগুড়ি।
আরও পড়ুনঃ ১০ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার তদন্তে মেখলিগঞ্জে পুলিশের ডিআইজি