রহিদুল ইলসাম, চালসা: পাহাড় ও সমতলে রবিবার রাতভর বৃষ্টির জেরে জল বেড়েছে ডুয়ার্সের মূর্তি সহ বিভিন্ন নদীতে। এর ফলে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা।
মূর্তির গাড়ি স্ট্যান্ড সহ মূর্তি টেন্টে জল ঢুকে পড়ে। সমস্যায় পড়েন নদী সংলগ্ন এলাকার সাধারণ মানুষ। এদিকে মূর্তি নদীতে যাতে কেউ না নামে তার জন্য পুলিশ ও বনদপ্তরের তরফে মূর্তি এলাকায় নজরদারি চালানো হচ্ছে। এদিকে আজ দশমীর দিন বেশ কয়েকটি দুর্গা প্রতিমার বিসর্জনের কথা রয়েছে মূর্তি নদীতে। স্বাভাবিক ভাবেই বাড়তি নজরদারি করা হচ্ছে।
- Advertisement -
অন্যদিকে, পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে সামসিং রকি আইল্যান্ডে ধসে ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ি। যদিও ঘটনায় বাড়ির লোকের কেউ হতাহত হননি।