মেখলিগঞ্জ: তিস্তা নদীর জলে নষ্ট হয়েছে তরমুজ খেত। যার জেরে মাথায় হাত মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের ৭২ নিজতরফ এলাকার তরমুজ চাষিদের। নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার তিস্তা নদীর চরে বিস্তীর্ণ এলাকা জুড়ে তরমুজ চাষ করেন এলাকার মানুষ। মেখলিগঞ্জে এই তরমুজ চাষের ওপর নির্ভর করে বছরের অন্যান্য চাষাবাদ। প্রতিবছর এই সময় তরমুজের চাহিদা থাকে তুঙ্গে। মুনাফা লাভের আশায় বিভিন্ন জায়গা থেকে মোটা টাকা ঋণ নিয়ে তিস্তা নদীর চরে তরমুজ চাষ করেছেন মেখলিগঞ্জের তরমুজ চাষিরা। তবে শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছে তিস্তা নদীর জল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন সাতেক আগে থেকে রোজ জল বাড়তে থাকে নদীর। জলের নীচে চলে যায় তরমুজ খেতের অনেকাংশ। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় চাষিদের তরমুজ খেত। এই অবস্থায় তরমুজ বিক্রি না হওয়ায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তরমুজ চাষিদের। কি করে ঋণ পরিশোধ করবেন তা ভেবে রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। সরকারি সাহায্য প্রার্থনা করেছেন তারা।
তরমুজ চাষি মন্টু বিশ্বাস বলেন, ‘তিস্তা নদীর চরে আমি ২০ বিঘে জমিতে এবার আমি তরমুজ চাষ করেছি। কৃষিকাজ করেই আমি জীবিকা নির্বাহ করি। ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তরমুজ চাষ করেছিলাম। প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা খরচ হয়েছে। তিস্তা নদীর জলে আমার তরমুজ খেত নষ্ট হয়ে গেছে। আমি কীভাবে ঋণ পরিশোধ করব বুঝে পাচ্ছি না। সরকার ঋণ মুকুব না করলে আমাদের আর পথ নেই।’ যদিও মেখলিগঞ্জ মহকুমা প্রশাসনের তরফে এবিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।