নয়াদিল্লি: এবার বেসরকারিকরণের পথে দিল্লির ঐতিহ্যবাহী অশোক হোটেল। কেন্দ্রের দাবি, ৬৫ বছরের পুরোনো এই হোটেল লাভের মুখ তো দেখছেই না উলটে বেড়ে চলেছে লোকসান। সরকারি হিসেব অনুযায়ী হোটেলটিকে নতুনভাবে ঢেলে সাজাতে খরচ হবে অন্তত ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। সেই বিপুল খরচের বোঝা আর নিজেদের কাঁধে নিতে চাইছে না সরকার। সেজন্যই অশোক হোটেল বেসরকারিকরণের কথা ভাবা হচ্ছে।জানা গিয়েছে, হোটেলটি ৬০ বছরের লিজে দেওয়া হতে পারে কোনও বেসরকারি সংস্থাকে। যেখানে মোটা টাকা লিজের পাশাপাশি বার্ষিক লভ্যাংশও দাবি করতে পারে কেন্দ্র।তবে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিলেও হোটেলের স্থাপত্যে যাতে কোনওরকম বদল না ঘটানো হয় সে দিকে খেয়াল রাখবে কেন্দ্র। সূত্রের খবর, চলতি আর্থিক বছরেই এই হোটেলটির বেসরকারিকরণের প্রক্রিয়া শেষ করতে চায় কেন্দ্র। প্রসঙ্গত, বহু আন্তর্জাতিক সেমিনার, সরকারি অনুষ্ঠানের আয়োজন হয় এই হোটেলেই। সরকারি অতিথিদেরও আবাসস্থল হিসাবে ব্যবহার করা হয় অশোক হোটেল।
লিটারে সাড়ে ৯ টাকা কমছে পেট্রোলের দাম, উজ্জ্বলাতেও ভর্তুকি, বড় ঘোষণা নির্মলার
নয়াদিল্লি: প্রতি লিটার পেট্রোলে ৮ টাকা এবং প্রতি লিটার ডিজেলে ৬ টাকা করে আবগারি শুল্ক কমাচ্ছে কেন্দ্র। শনিবার টুইটে বিষয়টি...
Read more