কলকাতা: ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। কয়লা পাচার কাণ্ডের পর এবার গোরু পাচার কাণ্ডেও রাজ্য পৃথক তদন্ত করতে পারবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আপাতত রঘুনাথগঞ্জ থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্ত করা যাবে না বলে জানানো হয়েছে। সিবিআই তদন্তে কোনও ব্যাঘাত ঘটানো যাবে না বলে স্পষ্ট জানিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। ১৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। ইতিমধ্যেই গোরু পাচার কাণ্ডের (Cow Smuggling Case) তদন্তে অনেকটা এগিয়েছে সিবিআই। গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন, এনামুল হক। অন্যদিকে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছে এনামুল ঘনিষ্ঠ জেনারুল।
আরও পড়ুন : গোরু পাচার কাণ্ডে এবার মালদার যোগ, গোডাউন সিল করল সিআইডি