কলকাতা : রাজ্যে করোনার সংক্রমণের হার বৃদ্ধির মাঝেই র্যাশনে আরও বেশি চাল দেওযার কথা ঘোষণা করল রাজ্য সরকার। নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্য খাদ্যসাথী যোজনা-১ (আরকেএসওয়াই-১) অন্তর্ভুক্ত গ্রাহকরা কার্ডপিছু ২ কেজি চাল ও ৩ কেজি গমের পরিবর্তে বিনামূল্যে কার্ডপিছু ৫ কেজি করে চাল পাবেন।
এছাড়া রাজ্য খাদ্যসাথী যোজনা-২ (আরকেএসওয়াই-২) অন্তর্ভুক্ত গ্রাহকরাও কার্ডপিছু ১ কেজি চাল ও ১ কেজি গমের পরিবর্তে বিনামূল্যে ৫ কেজি করে চাল পাবেন। নতুন বিজ্ঞপ্তি অনুসারে যাঁরা এপ্রিল মাস থেকে এই দুটি প্রকল্পের আওতায় চাল ও গম পেতেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এখন দুই প্রকল্পের অন্তর্ভুক্ত গ্রাহকদের গম দেওযা হবে না। ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাস এই প্রকল্প চালু থাকবে বলে খাদ্য সরবরাহ দপ্তরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকির জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এছাড়া গ্রাহকরা একেবারে একমাসের র্যাশন তুলে নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নতুন নির্দেশিকার ফলে আরও অন্তত দেড় লক্ষ গ্রাহক বিনামূল্যে চাল পাবেন। সব মিলিয়ে রাজ্যে বিনামূল্যে চাল পাবেন প্রায় সাড়ে নয় লক্ষ মানুষ। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রেশন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।