উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘কোচবিহার বাংলার বাইরে। আমরা কোচবিহারের পুনর্গঠন চাই।’ শিলিগুড়ির কাওয়াখালিতে মুখ্যমন্ত্রী বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বাংলা ভাগের বিরুদ্ধে বার্তা দেওয়ার পরই মঞ্চ থেকে নেমে এভাবেই প্রতিক্রিয়া দেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ (Ananta Maharaj)। পাশাপাশি ভারত সরকার তাঁর এই দাবিপূরণ করতে চলেছে বলেও জানান এই রাজবংশি নেতা।
গ্রেটার নেতা অনন্ত মহারাজ দীর্ঘদিন ধরেই কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এদিন তাঁকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীর মঞ্চ নিয়ে এসে বসানো হয়। কিন্তু মহারাজকে পাশে বসিয়েই বাংলা ভাগের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘বঙ্গভঙ্গ নয় তিনি সঙ্গ চান’। মুখ্যমন্ত্রীর পরিষ্কার বার্তা ছিল তিনি কোনও ভাগাভাগি চান না। এরপরই প্রশ্ন ওঠে অনন্ত মহারাজের অবস্থান নিয়ে। তবে অনন্ত মহারাজ নিয়ে মঞ্চ থেকে নেমে সাফ জানান, তাঁরা বাংলা ভাগ চাইছেন না। তবে কোচবিহারের পুনর্গঠন চান। মহারাজের যুক্তি কোচবিহার বাংলার বাইরে। ভৌগোলিক দিক দিয়ে দেখলেই তা প্রমাণ হবে। তিনি জোরের সঙ্গে জানান, তাঁর কাছে প্রমাণও আছে। রাজনৈতিক মহল মনে করছে মঞ্চে তাঁকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বাংলা ভাগের বিরোধিতা করায় কিছুটা হলেও চাপে পড়ে যান অনন্ত মহারাজ। বিভিন্ন মহলে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু এরপরই মঞ্চ থেকে নেমে মহারাজ জানিয়ে দেন, তিনিও বঙ্গভঙ্গের কথা বলছেন না, তাঁর দাবি প্রশাসন জানে। তিনি কোচবিহার রাজ্যের পুনর্গঠন চান। এমনকি কেন্দ্রীয় সরকার এই দাবিপূরণ করতে চলেছে বলেও দাবি করেন তিনি। যদিও এই বিতর্কে ঢুকতে চাননি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা কোচবিহারের পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, এই মঞ্চে রাজনীতির কোনও জায়গা নেই। মুখ্যমন্ত্রীর আহ্বানে মহারাজ বিজয়া সম্মিলনীর মঞ্চে উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।