কলকাতা: রাজ্যে ফের করোনা আক্রান্তের সন্ধান মিলল। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা ওই যুবতী বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। শুক্রবার রাতে তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের প্রমাণ মেলে। ১৬ মার্চ ওই যুবতী স্কটল্যান্ড থেকে দেশে ফেরেন। ওই যুবতী করোনার উপসর্গ নিয়ে চিকিৎকের কাছে যান। এরপর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আপাতত ওই যুবতীর পরিবার ও যাঁদের সংস্পর্শে তিনি এসেছিলেন তাঁদের খোঁজ চলছে। এই নিয়ে রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের হদিস মিলল।
অন্যদিকে, করোনা সন্দেহে বেলেঘাটা আইডি-র দুই কর্মীকে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হল। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই দুই কর্মী বেলেঘাটা আইডির আইসোলেশন ওয়ার্ডের সাফাইয়ের দায়িত্বে ছিলেন। করোনা আক্রান্ত এবং করোনা সন্দেহে আসা রোগীদের ওই ওয়ার্ডে রাখা হয়। হাসপাতালেরই সাফাইকর্মী অসুস্থ হওয়ায় হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আইডি কর্তৃপক্ষ ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল দক্ষিণ কলকাতার এক যুবকের দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। ওই যুবকও লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন। দেশে ফেরার কয়েকদিন পর তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর বেলেঘাটা আইডিতে কোভিড-১৯-এর পরীক্ষার পর করোনার প্রমাণ মেলে।
করোনার ত্রাসে আতঙ্কিত গোটা বিশ্ব। দেশে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত হয়ে যাচ্ছে পরীক্ষাও। বন্ধ হয়ে গিয়েছে একাধিক ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন, আগামী সপ্তাহ থেকেই বাড়বে ঝুকি। সেসব দিক মাথায় রেখেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।